মৃতার পরিবার যেভাবে চাইবে আমি সাহায্য করব, জানালেন আল্লু অর্জুন

হায়দরাবাদ : সিনেমার মতোই পরতে পরতে চমক। বাড়ি থেকে গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ ও পরে হাইকোর্টে অন্তর্বর্তী জামিন। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় শুক্রবার পুলিশের হাতে গ্রেফতার হন আল্লু অর্জুন। তারপরে শুক্রবার দিনভর নানা ঘটনার সম্মুখীন হচ্ছিলেন ‘পুষ্পা ২: দ্য রুল’ খ্যাত অভিনেতা আল্লু। শুক্রবার তেলেঙ্গানা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী জামিন পেলেও জেলমুক্তি হয়নি আল্লুর।

কারণ হাইকোর্টের নির্দেশ হাতে পাননি চঞ্চলগুড়া জেল কর্তৃপক্ষ। তাই জেলেই রাত কাটাতে হয়েছে অভিনেতাকে। শনিবার সকালে জেল থেকে বেরিয়ে সোজা জুবিলি হিলসের বাড়িতে যান আল্লু। সেখান থেকে বাড়ি গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

পরে ফের বাসভবনেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আল্লু অর্জুন বলেন, ‘মৃতার পরিবারের প্রতি সমবেদনা রয়েছে। আমরা খুবই দুঃখিত। তাঁরা যেভাবে চাইবে আমি সেই ভাবেই সাহায্য করব। আমি সেদিন প্রেক্ষাগৃহের ভিতরে পরিবারের সদস্যদের নিয়ে সিনেমা দেখছিলাম। দুর্ঘটনাটি ঘটে হলের বাইরে। আমার সঙ্গে কোনওভাবেই এই দুর্ঘটনার সম্পর্ক নেই। ওই প্রেক্ষাগৃহে বিগত ২০ বছর ধরে আমি যাই। কোনওদিন এই ধরনের দুর্ঘটনা ঘটেনি। এর থেকে বেশি কিছু আমি বলব না, কারণ মামলাটি এখনও বিচরাধীন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =