হাওড়া : স্বামী দ্বিতীয় বিয়ে করায় থানায় অভিযোগ জানিয়েছিলেন স্ত্রী। রাগে ওই গৃহবধূকেই কাটারি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার কোনা মণ্ডলপাড়ায়।
গুরুতর আহত অবস্থায় মণিকা রায় নামে ওই মহিলাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মহিলার স্বামী পঞ্চা রায়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে দাশনগর থানার পুলিস।
আহত গৃহবধূ মণিকা রায় বলেন, আমার স্বামী সম্প্রতি অপর একটি বিয়ে করেছে। তাই থানায় গিয়ে অভিযোগ জানিয়েছিলাম। এই কারণেই আমাকে প্রাণে মারার চেষ্টা করেছে সে।