বনগাঁ : বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার অন্তর্গত পাল্লা কামারপাড়ায়। মৃতার নাম দীপু মিস্ত্রি (২৮)। তাঁর দুই সন্তান রয়েছে। স্ত্রীকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে অভিযুক্ত স্বামী শুকদেব মণ্ডলও। যদিও প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রের খবর, শুকদেব নেশা করে স্ত্রী দীপুর উপর প্রতিদিনই প্রায় নানাভাবে অত্যাচার চালাত। মাস চারেক আগে শুকদেবের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে গোপালনগরে চলে আসেন দীপু। সেই খবর পেয়েই বেজায় চটে যায় শুকদেব। সোমবার রাতে গোপালনগরে প্রেমিকের বাড়িতে বসেই বিড়ি বাঁধছিল দীপু। অভিযোগ, সেই সময়েই আচমকাই শুকদেব এসে তাঁকে ছুরি দিয়ে কোপাতে থাকে।
যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় দীপুর। এরপর নিজের পেটে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে শুকদেব। রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতেই জ্ঞান হারিয়ে পড়ে থাকে সে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। দীপুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। শুকদেবকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তিও করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।