ক্যানিং : স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে নিজের স্ত্রীকেই সন্দেহ করতেন বছর চব্বিশের যুবক। বছর তিনেক আগে বিয়ে হলেও বিগত এক বছর ধরে এই ঘটনায় স্বামী-স্ত্রীর সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল।
প্রতিদিনই বাড়িতে অশান্তি হত এই নিয়ে। আর এই অশান্তির জেরেই কার্যত স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন স্বামী। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের তালদি বয়ারসিং গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
রবিবার সকালে পরিবারের সদস্যরা ঘর থেকে দু’টি দেহ উদ্ধার করেন। নাজির মোল্লাকে ঝুলন্ত অবস্থায় ঘর থেকে উদ্ধার করা হয়। অন্যদিকে তাঁর স্ত্রী রিঙ্কি মোল্লার দেহ পড়েছিল বিছানার উপর। দু’জনকেই উদ্ধার করে পরিবারের সদস্যরা ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ দু’টি দেহই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কি কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

