খেরসন, স্নেক আইল্যান্ড, খারকভ হাতছাড়া হয়েছে রুশ ফৌজের। এই পরিস্থিতিতে হারানো জমি ফিরে পেতে মরিয়া মস্কো। আক্রমণের পরিমাণ আরও বাড়াতে এবার ইউক্রেনের উদ্দেশে শয়ে শয়ে ট্যাংক ও নতুন বাহিনী পাঠাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শক্তিশালী রুশ ফৌজকে রুখে দিয়েছে ইউক্রেন (Ukraine)। হানাদার বাহিনীর দখলে থাকা বেশ কিছু এলাকাও পুনরোদ্ধার করেছে তারা। কিন্তু ‘জেনারেল উইন্টার’-এর দাপটে এবার বেশ কিছুটা বেকায়দায় পড়েছে জেলেনস্কি বাহিনী। প্রবল শীতে যুদ্ধ করতে হচ্ছে তাদের। এহেন পরিস্থিতিতে কিয়েভ দখলে আসছে রুশ চতুরঙ্গ বাহিনী বলে কয়েকদিন আগেই দাবি করেছিলেন ইউক্রেনের সেনাপ্রধান। রয়টার্স সূত্রে খবর, বুধবার খেরসনে অন্তত ৩৩টি রকেট হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের অভিযোগ, মূলত সাধারণ মানুষকে নিশানা করেছে রুশ ফৌজ। ইউক্রেনের সেনা জানিয়েছে, খেরসনে নাইপার নদীর দক্ষিণ পারে মর্টার হামলা হচ্ছে। কামান থেকে লাগাতার গোলা দাগছে রাশিয়ার সেনাবাহিনী।
নতুন করে সামরিক অভিযান নিয়ে জেলেনস্কিদের সতর্ক করে অনেকেই বলছে, ঠান্ডার জেরেই নেপোলিয়নকে রাশিয়ার সঙ্গে লড়াই হারতে হয়েছিল। একইভাবে ‘জেনারেল উইন্টার’-এর দাপটে বিপর্যস্ত হয়েছিল নাৎসি বাহিনী। তাই শীতের মরশুমে অনেক বেশি সতর্ক থাকতে হবে।