আইন ছাড়া হুক্কাবার বন্ধ করা যায় না, স্পষ্ট করলেন বিচারপতি মান্থা

কলকাতা: প্রথমে কলকাতা, তারপর বিধাননগর এলাকায় হুক্কাবার বন্ধ করে দিয়েছিল দুই পুরসভা।হুক্কাবার বন্ধে সক্রিয় হয়েছিল পুলিশও। এবার এই নির্দেশের জন্য তোপের মুখে পড়তে হল দুই এলাকার পুর কর্তৃপক্ষকে। সরকারি নির্দেশে রীতিমতো ক্ষুব্ধ কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। কেন বন্ধ হল হুক্কা বার? এই প্রশ্ন তুলে বিচারপতি মান্থার দাবি, এর জন্য আলাদা আইন করা প্রয়োজন। তাছাড়া কোনও পুর কর্তৃপক্ষ এভাবে হুক্কা বার বন্ধ করতে পারে না। কলকাতা রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনের তরফে হাই কোর্টে মামলা দায়ের করা হয়েছিল। মঙ্গলবার তারই শুনানিতে এই নির্দেশ দেন তিনি।গত মাসে কলকাতার সমস্ত হুক্কা বার বন্ধের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল কলকাতা পুরসভা।

পরে বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত পুলিশ কমিশনারকে আবেদন জানিয়ে চিঠি পাঠান। যেহেতু হুক্কা বার চালানোর জন্য পৃথকভাবে লাইসেন্স নেওয়া থাকে, তাই বার বন্ধের নিষেধাজ্ঞা নিয়ে আপত্তি তুলে কলকাতা রেস্তরাঁ অ্যাসোসিয়েশন হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল। তাঁদের হয়ে আইনজীবী হিসেবে সওয়াল করেন জয়দীপ কর। মঙ্গলবার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থা বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেন। তাঁর মত,  রাজ্য চাইলে আলাদা আইন করতে পারে। কিন্তু পুর কর্তৃপক্ষ বা পুলিশ এভাবে বন্ধ করতে পারে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 3 =