হাজারিবাগ : মাওবাদী দমন অভিযানে ফের সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সোমবার ভোরে ঝাড়খণ্ডের হাজারিবাগে গুলির লড়াইয়ে নিহত হয়েছে মাওবাদীদের অন্যতম শীর্ষনেতা সহদেব সোরেন। সে নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য ছিল। তাঁর মাথার দাম ছিল এক কোটি টাকা।
সোমবারের অভিযানে সহদেব ছাড়াও নিহত হয়েছে আরও দুই মাওবাদী সদস্য— রঘুনাথ হেমব্রম ওরফে চঞ্চল এবং বীরসেন গাঞ্ঝু ওরফে রামখেলওয়ান। রঘুনাথ মাওবাদীদের বিহার-ঝাড়়খণ্ড স্পেশ্যাল এরিয়া কমিটির সদস্য ছিল। তাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। আর বীরসেন ছিলেন জোল কমিটির সদস্য। তাঁর মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা।
সিআরপিএফ জানিয়েছে, সোমবার ভোর ৪.২০ মিনিট নাগাদ হাজারিবাগের গোরহার এলাকার পান্তিত্রি জঙ্গলে এই অভিযান চালানো হয়। উদ্ধার হয়েছে তিনটি একে-৪৭ রাইফেল।

