কলকাতা : কলকাতায় ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল কলকাতার নারকেলডাঙার একটি কাগজের কারখানায়। একটি বহুতলের নীচে আগুন লাগে, সেখানে কাগজের বাক্স মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘিঞ্জি এলাকায় এই অগ্নিকাণ্ড ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। দমকল কর্মীদের অনেক চেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে।
শনিবার সকাল ৬টা নাগাদ নারকেলডাঙা রোডের উপর অবস্থিত একটি চারতলা বহুতলের নীচে আগুন ধরে যায়। সেখানে প্রচুর পরিমাণ কাগজের বাক্স মজুত ছিল। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সেই আগুন। গোটা এলাকা ধোয়াঁয় ঢেকে যায়। এমনিতেই ঘিঞ্জি এলাকা হিসেবে পরিচিত নারকেলডাঙা। সাত সকালে আগুনের ঘটনায় তাই আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
আগুন লাগার খবর পেয়ে কিছু ক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দমকল কর্মীদের চেষ্টায় অবশেষে আগুন আয়ত্তে এসেছে।