মঙ্গলবার সকালে ফের ট্রেন দুর্ঘটনা। এই নিয়ে গত ২ মাসে ৩ বার ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটলো। দুর্ঘটনাগ্রস্ত হাওড়া থেকে মুম্বইমুখী এক্সপ্রেস ট্রেন এবার দুর্ঘটনাগ্রস্থ হয়। ঝাড়খণ্ডের চক্রধরপুরের রাজাখারসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মধ্যে বেলাইন হয় হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। দুর্ঘটনায় ৫ থেকে ৬ জন আহত হয়েছেন বলে খবর। চক্রধরপুর থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে। আর এই দুর্ঘটনার জেরে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করলো পূর্ব রেল।
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই দুর্ঘটনার জেরে আপাতত যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলি হল
<২২৮৬১ হাওড়া কাটপাড়ি এক্সপ্রেস
০৮০১৫ / ১৮০১৯ খড়্গপুর ধানবাদ এক্সপ্রেস
২০২১/ ১২০২২ হাওড়া বারবিল এক্সপ্রেস
দক্ষিণ -পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ট্রেন দুর্ঘটনার জেরে যেমন একাধিক ট্রেন বাতিল করা হয়েছে অন্যদিকে আরও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ও সময় পরিবর্তন করা হয়েছে।
১২০২১ জন শতাব্দী এক্সপ্রেসের ছাড়ার সময় পরিবর্তন করা হয়েছে।
১২৭০৩ হাওড়া সেকেন্দ্রবাদ এক্সপ্রেসের সময় পরিবর্তন করা হয়েছে।
এছাড়াও ১৩৫১২ / ১৩৫১১ আসানসোল-টাটা-আসানসোল এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
১৩২৮৮ আরা দুর্গ সাউথ বিহার এক্সপ্রেস-এর যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। এই ট্রেনটি আসানসোল, জয়চন্ডী পাহাড়, ভজুডি, বোকারো স্টিল সিটি, কোটশিলা, মুড়ি, নোয়াগাঁও এবং রাউকেল্লা হয়ে গন্তব্যে পৌঁছবে।
০৮১৭৩ আসানসোল-টাটা ইএমইইউ আদ্রায় যাত্রা শেষ করবে।
২২৮৬১ ইস্পাত এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
১৮১১৪ বিলাসপুর জংশন টাটা এই ট্রেনটি যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে।
১৮১৯০ এর্নাকুলাম জংশন টাটা ট্রেনটি যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে।
যে সমস্ত ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে:
১২২৬২ হাওড়া -সিএমএসটির যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।
১২১৩০ হাওড়া-পুনে এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।
১৮০০৫ হাওড়া-জগদলপুর এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।
১২৮৩৪ হাওড়া-আমেদাবাদ জংশনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।
১৮৪৭৭ পুরী-যোগনাগারি-ঋষিকেশ এক্সপ্রেসের পথ পরিবর্তন কিরা হয়েছে।
১৮০২৯ লোকমান্য তিলক ট্যার্মিনাস-শালিমার এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছ।
১২৮৫৯ সিএফএসটি- হাওড়া যাত্রাপথের পরিবর্তন করা হয়েছে।
১২৮৩৩ আমেদাবাদ জংশন-হাওড়া এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।
এছাড়াও দুর্ঘটনাগ্রস্থ যাত্রীদের পরিবারের সদস্যদের জন্য জরুরি ভিত্তিতে খোলা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর।
এর সঙ্গে চালু হল বিশেষ কন্ট্রোল রুম নম্বর।
খড়্গপুর বিভাগে বিশেষ কন্ট্রোল রুমের নম্বর
১. ০৩২২২২২৮০৪৪
২. ০৩২২২২২৬৯২৪
৩. ৯১৪৭৮৮৯৬৯০
শিয়ালদা বিভাগে বিশেষ কন্ট্রোল রুমের নম্বর।
১. ০৩৩২৯৮৫৫৩৪৯
২. ০৩৩২৫৫৬৮৭২৬
৩. ৯১৪৭৮৮৯৬২০
৪. শিয়ালদা জিআরপি ০৩৩২৩৫০৩৯৪০
৫. ৯৫৯৩৫০১৪৩৪
হাওড়া বিভাগে বিশেষ কন্ট্রোল রুমের নম্বর।
১. ০৩৩২৬৪১৩০৯৬
২. ০৩৩২৬৪১৪২১৭
৩. ০৩৩২৬৪১৩২৫৬
৪. হাওড়া জিআরপি ০৩৩২৬৪১৩৫০৮
৫. পি আই অফিস ০৩৩২৬৪২০৬৬৭
রেল মন্ত্রক থেকে মৃত যাত্রীদের পরিবারকে ১০ লক্ষ টাকা ও আহত যাত্রীদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে।