উৎসবের মরশুমে যাত্রী চাপ কমানোর জন্য হাওড়া ও দেরাদুনের মধ্যে স্পেশ্যাল ট্রেন চালানোর ঘোষণা করল পূর্ব রেল।০৪৩১৬ দেরাদুন – হাওড়া রিসার্ভড ফেস্টিভ্যাল স্পেশ্যাল এক্সপ্রেস চলতি মাসের ২০-২৭ তারিখ যাত্রা শুরু করবে। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার রাত্রি ১২:৩০ মিনিটে ছেড়ে পরের দিন সকাল ৯:১৫ মিনিটে হাওড়া পৌঁছবে।
০৪৩১৫ হাওড়া – দেরাদুন রিসার্ভড ফেস্টিভ্যাল স্পেশ্যাল এক্সপ্রেস ২১ ও ২৮ তারিখে হাওড়া থেকে বেলা ১২:৩০ মিনিটে ছেড়ে পরের দিন রাত্রি ৮ টা নাগাদ দেরাদুন পৌঁছবে। ট্রেনগুলো তাঁদের যাত্রা পথে আসানসোল , মধুপুর ও জেসিডি স্টেশনে দাঁড়াবে।
এই ট্রেনে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস ও বাতানকুল কামরাও থাকবে বলে জানা যাচ্ছে।
হাওড়া – দেরাদুন রিসার্ভড ফেস্টিভ্যাল স্পেশ্যাল এক্সপ্রেস ট্রেনের বুকিং (০৪৩১৫) শুরু হবে অক্টোবর মাসের ১৯ তারিখ থেকে।
পূর্ব রেলের বুকিং কাউন্টার ও আইআরসিটিসির ওয়েবসাইট থেকেও টিকিট কাটা যাবে বলেই জানিয়েছে পূর্ব রেল। এই ট্রেনে বিশেষ ভাড়া লাগু হবে অন্যান্য স্পেশ্যাল ট্রেনের মতোই। এছাড়াও কোনও ধরণের আর্থিক ছাড় টিকিটের দামে প্রযোজ্য হবে না বলেই জানা যাচ্ছে পূর্ব রেল সূত্রে।
এতে তৎকাল কোটায় কোনও টিকিট কাটা যাবে না বলেই জানিয়েছে পূর্ব রেল।