নেইমারকে কী ভাবে আটকাবেন? পরিকল্পনা শুরু মুম্বই সিটি ডিফেন্ডারের!

গত আইএসএলে লিগ শিল্ড জিতেছে মুম্বই সিটি এফসি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে তারা। ডুরান্ড কাপেও অনবদ্য পারফরম্যান্স। সামনে অগ্নিপরীক্ষা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে একই গ্রুপে মুম্বই সিটি এফসি ও সৌদি লিগের ক্লাব আল হিলাল। সদ্য এই ক্লাবে যোগ দিয়েছেন ব্রাজিল তারকা নেইমার। সব কিছু ঠিক থাকলে ভারতে খেলতে আসছেন নেইমার। পুনেতে মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি ও আল হিলাল। ব্রাজিল তারকা নেইমারের দক্ষতা কারও অজানা নয়। শৈল্পিক ফুটবলের অন্যতম উদাহরণ নেইমার। তাঁকে আটকানো যাবে কী ভাবে? তারই পরিকল্পনা শুরু করে দিয়েছেন মুম্বই সিটি এফসির ডিফেন্ডার। বিশ্ব ফুটবলের অনেক তারকাই সৌদি লিগের ক্লাবে সই করেছেন। আল হিলালে নেইমারের পাশাপাশি রয়েছেন কৌলিবালি, রুবেন নাভাস, আলেজান্ডার মিত্রোভিচ, ম্যালকম। সবচেয়ে বিপজ্জনক অবশ্যই নেইমার। গত বছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরাকের এয়ারফোর্স ক্লাবের বিরুদ্ধে গোল করেছিলেন রাহুল ভেকে। মুম্বই সিটি এফসি অধিনায়ক আল হিলালের বিরুদ্ধে খেলতে মুখিয়ে। বলছেন, ‘আমাদের প্লেয়াররা সকলেই উত্তেজিত। দলের অনেকেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত। স্বাভাবিক ভাবেই ওরা আল নাসেরকে চেয়েছিল। আমরা আল হিলালকে পেয়েছি। ওদের বিরুদ্ধে খেলতে প্রস্তুত।’ নেইমার প্রসঙ্গে মুম্বই এফসি ডিফেন্ডার রাহুল ভেকে বলেন, ‘ব্যক্তিগত ভাবে প্রচণ্ড উত্তেজিত। যদি সেই ম্যাচে খেলার সুযোগ পাই, চেষ্টা করব সর্বস্ব দিয়ে নেইমারকে আটকানোর। দলের জন্য এটাই হয়তো আমার সেরা অবদান হতে পারে।’ গত বছরও চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে তারা। এ বার লক্ষ্য নকআউট পর্বে জায়গা করে নেওয়া। রাহুলের কথায়, ‘গত বছরের মতোই প্রস্তুতি নিচ্ছি। সুযোগ পেয়েছিলাম, দুটো ম্যাচ জিতেছিলাম। পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য যথেষ্ঠ ছিল না। এ বার নকআউটের যোগ্যতা অর্জনই প্রধান লক্ষ্য হবে। প্রস্তুতিও শুরু করে দিয়েছি।’ এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে ইরানের নাসাজি মাজানদারান ও উজবেকিস্তানের নবভোর ক্লাবের বিরুদ্ধেও খেলতে হবে। আসল লড়াই যেন নেইমারের আল হিলারের বিরুদ্ধেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =