কোথাও যেতে হলে নখটা সুন্দর দেখানো খুবই জরুরি। আর পোশাকের সঙ্গে মানানসই বা কনট্রাস্টে নেলপলিশ না পরলে হয়?
কিন্তু কখনও এমন হয়েছে নেলপলিশ তোলার জন্য রিমুভার বের করতে গিয়ে দেখলেন হয় খুঁজে পাচ্ছেন না, নয়তো শেষ হয়ে গিয়েছে। শেষ মুহূর্তে কেনার সময় নেই। তখন কী করবেন?
১.নখে নতুন করে নেলপালিশ পরে শুকানোর আগেই স্যানিটাইজারে তুলো ভিজিয়ে মুছে ফেলুন। একটু কষ্ট করতে হলেও নেলপালিশ উঠে যাবে।
২. টুথব্রাশে টুথ পেস্ট নিয়ে নখে ঘষুন। একটু ঘষাঘষিতে নেলপালিশ উঠে যাবে।
৩. স্যানিটাইজারে তুলো ভিজিয়ে নেলপালিশ তুলতে পারেন।
৪. ইষদুষ্ণ জলে শ্যাম্পু জলে আঙুল কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর কিউটিক্যাল রিমুভার দিয়ে ঘষলেই নেলপলিশ উঠে যাবে।
৫. নখের ওপর পাতিলেবুর স্লাইস বেশ কিছুক্ষণ বসিয়ে রাখুন। তারপর তুলো দিয়ে ঘষে দিন। এভাবেও উঠতে পারে নেলপলিশ।