পারফিউম বা সুগন্ধি শুধু শরীরের দুর্গন্ধ আটকানোর জন্য তাই নয়, বরং ভালো সুগন্ধি ব্যক্তিত্বকে আরও বাড়িয়ে তোলে। সুন্দর পোশাকের মানুষটির কাছে গেলে যদি তাঁকে ঘিরে থাকে বিশেষ কোনও সুগন্ধি তাহলে ভালোলাগাটা বিশেষভাবে কাজ করে। কখনও এমনও হয়, পারফিউম বা সুগন্ধি দিয়ে চেনাও যায় মানুষটাকে। বলা চলে সুগন্ধি মানুষের মন ও মেজাজের ওপর প্রভাব ফেলে।
কিন্তু পারফিউম তো ব্যবহার করলেন, কিন্তু এক ঘণ্টা পরেই দেখা গেল গন্ধ গিয়েছে উবে।ভালোলাগার রেশ উধাও।
তবে কয়েকটি নিয়ম মেনে চললে, বেশিক্ষণ সময় ধরে স্থায়ী হবে পারফিউম।
১) তুলোর মধ্যে পারফিউম স্প্রে করুন। সেই ভেজা তুলোটি অন্তর্বাসের মধ্যে রাখুন। দেখবেন পারফিউম অনেকক্ষণ স্থায়ী হবে।
২)হাতে অল্প পরিমাণ ভেজলিন নিন। বগলে, গলায় এবং হাতের কব্জিতে কিছুটা ভেজলিন মেখে নিন। তারপর সে জায়গায় পারফিউম বা বডি স্প্রে লাগান।
৩) হাতের কব্জি, ঘাড়ে এবং গলার দুপাশে স্প্রে করুন। সুগন্ধী অনেকক্ষণ স্থায়ী হবে।
৪) ফ্রিজে রাখুন পারফিউমের বোতল। ঠান্ডা পারফিউম শরীরের ছড়িয়ে নিলে বেশিক্ষণ থাকে।