হৃতিক রোশন (Hrithik Roshan) এবং জুনিয়র এনটিআর (Jr. Ntr) অভিনীত অয়ন মুখার্জির অ্যাকশন ছবি ‘ওয়ার ২’ (War 2) দেখার পর সিদ্ধার্থ মালহোত্রা তার স্ত্রী কিয়ারা আডবানির অভিনয়ের প্রশংসা না করে পারলেন না। অভিনেতা সোশ্যাল মিডিয়ায় একটি ছোট নোট শেয়ার করে লিখেছেন, ওয়ার ২ একটি স্টাইলিশ বিগ স্ক্রিন ছবি। তিনি লেখেন, কী দারুণ লাগল! অ্যাকশন, স্টাইলে ভরপুর একটি ছবি। কিয়ারা তোমার গ্রেস ও স্ক্রিন উপস্থাপনা সত্যিই অনবদ্য। স্বামী সিদ্ধার্থ মালহোত্রার এমন রিভিউ দেখে কিয়ারা লাভ ইমোজি পোস্ট করতে ভোলেননি। ওয়ারের হাত ধরেই যশরাজের স্পাই সিরিজে কিয়ারা নিজের জায়গা করে নিলেন। ছবিতে কিয়ারার চরিত্রের নাম কাব্য লুথরা, হৃত্বিক রোশনের সঙ্গে কিয়ারার রসায়নও দর্শকরা বেশ উপভোগ করছেন।
উল্লেখ্য, ছবি মুক্তির ৩ দিনের মধ্যেই ইতিমধ্যে ১৪২ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ওয়ার ২। আশা করা হচেছ, খুব তাড়াতাড়ি ১৫০ কোটির ক্লাবে নাম লেখাবে ওয়ার ২।

