ওয়াংখেড়েতে আজ হট-ফাইট

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। ৫ বার ট্রফি জিতেছে তারা। চেন্নাই সুপার কিংসও পাঁচ বার ট্রফি জিতেছে। তবে মুম্বই ইন্ডিয়ান্সের ক্ষেত্রে একটা তথ্য সকলেরই জানা। প্রতিবারই মন্থর শুরু হয় মুম্বই ইন্ডিয়ান্সের। পরের দিকে হঠাৎ পিক আপ নিয়েই চ্যাম্পিয়নও হয়। এ বারও কি এমন কিছুর সম্ভাবনা? সেটা যদিও পরের বিষয়, একটা জিনিস বলাই যায় ঘরের মাঠে আজ ব্যাকফুটে মুম্বই ইন্ডিয়ান্সই। ওয়াংখেড়েতে আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স।

ওয়াংখেড়ের পরিসংখ্যান যদিও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। এই মাঠে কেকেআরের বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে ৯-২ এগিয়ে মুম্বই ইন্ডিয়ান্স। আপাতত পরিস্থিতি মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে। এ বারের আইপিএলে প্রথম দু-ম্যাচেই হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। কিছুটা স্বস্তি, দুটি অ্যাওয়ে ম্যাচের পর অবশেষে ঘরে ফিরেছে তারা। ঘরের মাঠের সমর্থন সঙ্গী করেই নতুন লড়াইয়ে নামছে তারা।

মুম্বই ইন্ডিয়ান্সে সমস্যা অনেক। চোটের কারণে নেই জসপ্রীত বুমরা। কতদিনে ফিট হবেন, এর নিশ্চয়তা নেই। মুম্বই ইন্ডিয়ান্সের দুই তারকা পেসার ট্রেন্ট বোল্ট ও দীপক চাহার নতুন বলে কার্যকর হতে পারেননি এখনও। গত দু-ম্যাচে পাওয়ার প্লে-তে মাত্র এক উইকেট নিতে পেরেছে। সবচেয়ে বড় চিন্তা ব্যাটিং। গুজরাট টাইটান্সের কাছে হারের পরই হার্দিক পান্ডিয়া সরাসরি আঙুল তোলেন টপ অর্ডারের দিকে।

ব্যাটিং ব্যর্থতা টাইটান্স ম্যাচেও ধরা পড়েছে। তাদের কাছে কার্যত জেতা ম্যাচ ছিল, কিন্তু সেটা পারেনি। গত দু-ম্যাচে মুম্বই করেছে ১৫৫/৯ ও ১৬০/৬। মুম্বই ইন্ডিয়ান্সের যা ব্যাটিং গভীরতা তাতে এই স্কোর প্রত্য়াশিত নয়। যা নিয়ে হার্দিক পান্ডিয়া চিন্তিত। বিশেষ করে বলতে হয়, দলের সিনিয়র ওপেনার রোহিত শর্মার কথা। প্রথম ম্যাচে খাতাই খুলতে পারেননি। গত ম্যাচে তাঁর অবদান ৮ রান। সঠিক কম্বিনেশন বেছে নেওয়া এবং ব্যাটিং সমস্য়াও বড় চিন্তা।

কলকাতা নাইট রাইডার্স হার দিয়ে অভিযান শুরু করলেও গত ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়েছে। তাও আবার অ্যাওয়ে ম্যাচে। রাজস্থানের বিরুদ্ধে পাওয়া যায়নি সুনীল নারিনকে। তিনি ফিট হয়ে উঠেছেন। মইন আলি গত ম্যাচে নারিনের অনুপস্থিতিতে ভালো পারফর্ম করলেও তাঁকেই হয়তো জায়গা ছাড়তে হবে। টিমে ঢুকবেন সুনীল নারিন। তবে দু-দলের কাছে একটা কমন সমস্যা রয়েছে। মুম্বইয়ের প্রচণ্ড গরম। প্রকৃতির সঙ্গেও লড়াই হতে চলেছে। কী হতে পারে দু-দলের কম্বিনেশন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − three =