কলকাতা : চিংড়িঘাটা মোড়ে একটি বেপরোয়া লরি উল্টে ভয়ঙ্কর দুর্ঘটনা (accident) ঘটল। মার্বেল বোঝাই ওই লরিটি উল্টে যাওয়ার ফলে সেই মার্বেলের স্তূপে চাপা পড়লেন প্রায় চারজন। তড়িঘড়ি উদ্ধার করে তাদেরকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। প্রত্যেকের অবস্থায় আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, এদিন সকালে ব্যস্ত রাস্তায় অত্যন্ত দ্রুত গতিতে বেপরোয়া ভাবে ওই মার্বেল বোঝাই লরিটি আসছিল। বাইপাসের দিকে যেতে গিয়ে আচমকাই সেই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার পেছনের চাকা খুলে যায়। আর তারপর চিংড়িঘাটা মোড়ে সম্পূর্ণ গাড়িটি উল্টে যায়। গাড়ির মধ্যে বোঝাই করা মার্বেলগুলি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পরে। আর সেই মার্বেলের নিচে চাপা পড়েন প্রায় চারজন। দুর্ঘটনায় লরি চালকের দিকেই অভিযোগের আঙুল উঠেছে। কারণ প্রথমত লরিটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল ভিড় রাস্তায়। দ্বিতীয়ত, লরির মধ্যে বোঝাই করা ছিল মার্বেল এবং সেই মার্বেলের উপরে বসে ছিলেন আরও অতিরিক্ত কয়েকজন যাত্রী। চারজনেই বর্তমানে গুরুতর জখম হয়েছেন। প্রত্যেকেই এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। অফিস টাইমে এই ধরনের দুর্ঘটনা ঘটার ফলে বেশ যানজট তৈরি হয় চিংড়িঘাটা মোড়ে। পরবর্তীতে সেখানে এসে উপস্থিত হয় বেলেঘাটা ট্রাফিক গার্ডের পুলিশ। তারপর রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করা হয়।