ছোট থেকেই অসাধারণ প্রতিভার অধিকারী অধিষ্ঠিত্রী। হুগলি জেলার চুঁচুড়া দত্ত বাগানের বাসিন্দা অধিষ্ঠাত্রী বিশ্বাস, তার বয়স দু’বছর নয় মাস। এর মধ্যেই একাধিক রেকর্ড তার ঝুলিতে। দু’মিনিটের মধ্যে ২৬ টি গাড়ি নাম অনায়াসেই বলে দিতে পারে সে। সব থেকে কম সময়ে ২৬ টি আলফাবেট অনর্গল বলতে পারে। একশোটি জিকে বলতে পারে এক মুহূর্তে। নভেম্বর মাসে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে নাম তুলেছে অধিষ্ঠাত্রী। পাশাপাশি দু’বছর বয়সে করেছে ইন্ডিয়াস রেকর্ডস। জানা গিয়েছে, অধীষ্ঠাত্রীর বাবা মা দু’জনেই শিক্ষকতা করেন। এখনো স্কুলে ভর্তি হয়নি। খেলার ছলে বিভিন্ন বাইক ও চারচাকা গাড়ির কোম্পানির নাম প্রাণী ও গাছের বিজ্ঞানসম্মত নাম সহ একাধিক জিনিস শিখে নিয়েছে অধীষ্ঠাত্রী। একশো জেনারেল নলেজের উত্তর দিতে পারে কয়েক মিনিটের মধ্যেই। এই বিষয়ে মা রাজকুমারী বিশ্বাস বলেন, সারাদিন খেলার ছলে মেয়েকে শেখানোর চেষ্টা করি। বিভিন্ন বিষয়ে নিয়ে বলি আর সেই থেকেই মনে রাখার চেষ্টা করে। শধের প্রতি ভালোবাসা থেকেই ওর কথা বলা এবং বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়ে ওঠা এবং সেই রেকর্ড অনুযায়ী ভিডিওর মাধ্যমে এই সংস্থাগুলির কাছে পাঠাই আর তারপরেই এই পুরস্কার পেয়েছে মেয়ে। খুদে অধিষ্ঠাত্রীর এই সাফল্যে খুশি পরিবারের লোকজন থেকে শুরু করে প্রতিবেশীরা।