দাঁতের ব্যথার উপশমে ঘরোয়া টোটকা

কখনও তেমন কোনও কারণ ছাড়াই দাঁতে ব্যথা হয়। আচমকা ব্যথা হলে উপায়!

ঘরোয়া কিছু টোটকা এক্ষেত্রে আপনাকে সাময়িক আরাম দিতে পারে।  জেনে নিন সেগুলি কী?

 নুন:  ব্যথার জন্য অত্যন্ত  উপকারি হল নুন । মুখ, গলার ইনফেকশন দূর করতেও কাজে লাগে নুন । দাঁতে ব্যথা হলে উষ্ণ গরম জলে নুন মিশিয়ে কুলকুচি করলে ব্যথা থেকে রেহাই পাওয়া যায়। মাড়িতে ব্যথা, জ্বালা হলে নুনজলে কুলকুচি করলে আরাম মেলে।  দিনে ৩-৪ বার এইভাবে কুলকুচি করতে পারেন।

লবঙ্গ:  লবঙ্গের মধ্যে রয়েছে ব্যথা কমানোর মতো বিশেষ কিছু উপাদান। দু’টি লবঙ্গ থেঁতো করে কয়েক ফোঁটা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগান। অথবা দু’টি লবঙ্গ চিবিয়ে ব্যথার স্থানে জিভ দিয়ে চেপে রাখুন।

 রসুন: যেকোনও ব্যথার ক্ষেত্রেই রসুন খুবই উপকারী। রসুনকে থেঁতো করে, রস বের করে সেই রস ব্যথা দাঁতের জায়গাতে রাখলে সমস্যা অনেকটা কমে যায়। বেশি যন্ত্রণা হলে এককোয়া রসুন চিবিয়ে খান।

গোলমরিচ: নুনের সঙ্গে গোলমরিচ গুড়ো মিশিয়ে দাঁতে লাগিয়ে রাখুন কয়েক মিনিট। ব্যথা কমে গেলেও বেশ কয়েকদিন দাঁতে লাগান।  ভালো ফল পাবেন ।

পেয়ারা পাতা: পেয়ারা পাতায় রয়েছে অ্যান্টিইনফ্লেমেটরি গুণ।  পেয়ারা পাতা দাঁত ব্যথায় দারুণ উপকারি। দু’টি পেয়ারা পাতা চিবিয়ে ব্যথাযুক্ত দাঁতে চেপে রাখুন। আরাম পাবেন।

 বরফ: দাঁতে ব্যথা বরফও আরাম দেয়। এক টুকরো  বরফ কাপড়ে মুড়ে দাঁতে চেপে রাখুন, ব্যথা কমতে থাকবে।

দাঁতের ব্যথা কমাতেও কাজে লাগে কোল্ড কমপ্রেস। মাড়িফোলা অথবা ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে এই কোল্ড কমপ্রেস। একটা তোয়ালে জড়ানো আইস ব্যাগ যেখানে ব্যথা হচ্ছে সেখানে চেপে রাখুন। কয়েক ঘন্টা অন্তর কোল্ড কমপ্রেস করতে হবে।  তাতে ব্যথা দূর হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + fifteen =