সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে আসন্ন এশিয়া কাপের মূলপর্বে জায়গা করে নিল পড়শি দেশ। ১৭ বছরের গুলশন কুমার ঝায়ের দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে ৭ উইকেটে ম্যাচ জেতে নেপাল। সোমবারের পর বৃষ্টিবিঘ্নিত এসিসি মেনস্ প্রিমিয়ার কাপের ফাইনালে মঙ্গলবার ফের কাঠমাণ্ডুতে মুখোমুখি হয় আমিরশাহী এবং নেপাল। যেখানে ১১৭ রানেই অলআউট হয়ে যায় আমিরশাহী। জবাবে অপরাজিত ৬৭ রানের অনবদ্য ইনিংস খেলেন গুলশন। আর সেই দৌলতেই সহজ জয় পায় নেপাল। ফলস্বরূপ, ইতিহাস গড়ে এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে তারা। তবে সেপ্টেম্বরে আয়োজিত হতে চলা টুর্নামেন্টে কঠিন গ্রুপে ঠাঁই হল তাদের। নেপাল খেলবে গ্রুপ এ-তে অর্থাৎ যেখানে রয়েছে ভারত ও পাকিস্তান।