কলকাতা : কনজিউমার ইলেকট্রনিক্সের ক্ষেত্রে এক মাইল ফলক তৈরি করল হাইসেন্স। বৃহস্পতিবার কলকাতায় একট বিশেষ অনুষ্ঠানে পূর্ব ভারতের জন্য তার ফ্ল্যাগশিপ ১২০ ইঞ্চি লেজার টিভি বাজারে নিয়ে এল তারা। এটি ভারতীয় গ্রাহকদের কাছে অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহের জন্য কোম্পানির অঙ্গীকারকে নির্দেশ করে বলে মনে করছে এই বহুজাতিক সংস্থা।
সংস্থার তরফ থেকে এও জানানো হয়েছে এই লেজার টিভির প্রবর্তন, যা হাইসেন্সের পেটেন্টযুক্ত ট্রাইক্রোমা লেজার প্রযুক্তির অন্তর্ভুক্ত। ১২০ইঞ্চি অ্যাম্বিয়েন্ট লাইট রিজেকশন (এএলআর) স্ক্রিন, ডলবি ভিশন, ডলবি অ্যাটমস এবং উন্নত এআই-চালিত রিয়েল-টাইম অপ্টিমাইজেশনের সাথে মিলে একটি অতুলনীয় সিনেমাটিক অভিজ্ঞতা প্রদান করবে বলে জানানো হয়েছে হাইসেন্সের তরফ থেকে।
এদিনের এই অনুষ্ঠানে হাইসেন্স ইন্ডিয়ার সিইও পঙ্কজ রানা বলেন, ‘পূর্ব ভারতে আমাদের ফ্ল্যাগশিপ লেজার টিভি উন্মোচন করার মাধ্যমে, আমরা একটি উন্নত হোম এন্টারটেইনমেন্ট অভিজ্ঞতা দিতে পেরে রোমাঞ্চিত, যা কাটিং-এজ ডিসপ্লে প্রযুক্তি এবং শীর্ষ স্তরের শব্দ গুণমান উভয়কেই সংহত করে।’