শতবর্ষে হীরাবেন, মায়ের পা ধুইয়ে আশীর্বাদ নিলেন আবেগঘন প্রধানমন্ত্রী

মায়ের আশীর্বাদেই এসেছে সাফল্য। তিনি পাশে ছিলেন বলেই লড়াই করে জীবনের এতখানি পথ পেরিয়েছেন। তিনি হীরাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনে তাঁর মায়ের অবদান এতটাই। ১৮ জুন দিনটা তাই মোদির (PM Modi) কাছে ভীষণ স্পেশ্যাল। কারণ এই দিনেই ১০০ তম জন্মদিন তাঁর মা হীরাবেনের। তাই সোজা পৌঁছে গিয়েছিলেন মায়ের কাছে। তাঁর জীবনে মায়ের গুরুত্ব ঠিক কতখানি, সে নিয়ে ধরলেন কলম। দিলেন বিশেষ বার্তাও।

শনিবার সাতসকালে গুজরাতের গান্ধিনগরে হীরাবেনের (Heeraben) বাড়িতে পৌঁছে যান মোদি। শততম জন্মদিনে মায়ের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলি তিনি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, হীরাবেনের পা ধুইয়ে দিচ্ছেন তিনি। সেই সঙ্গে নিচ্ছেন মায়ের আশীর্বাদ। ছবির সঙ্গে ক্যাপশনে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘মা, আমার এ বিশ্বে হাজারো আবেগ জড়িয়ে। আজ, ১৮ জুন আমার মা শততম বর্ষে পা দিলেন। এমন বিশেষ দিনে তাঁর প্রতি ভালবাসা, কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাতে আমি কলম ধরেছি।’

এরপরই তিনি জানান, আজকের দিন তো বটেই, চলতি বছরটিও তাঁর কাছে স্মরণীয়। কারণ তাঁর বাবা বেঁচে থাকলে গত সপ্তাহে তিনিও শততম জন্মবার্ষিকী পালন করতেন। মোদির কথায়, ‘আজকের দিনটা মায়ের সঙ্গে কাটাতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। বাবা গত না হলে তিনিও গত সপ্তাহেই একশোর ঘরে পা রাখতেন। তাই ২০২২ সালটা আমার কাছে ভীষণ স্পেশ্যাল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − five =