ইংল্যান্ডে ফের মৌলবাদীদের নিশানায় হিন্দুরা

ইংল্যান্ডে ফের নিশানায় হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। এবার একটি মন্দিরের সামনে ‘আল্লাহু আকবর’ হুঙ্কার দিল মৌলবাদীরা। প্রায় ২০০ জন মুসলিমের এহেন আক্রামণাত্মক মেজাজ দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় হিন্দুরা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার ‘আপনা মুসলিমস’ নামের একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মন্দিরের সামনে বিক্ষোভের ডাক দেওয়া হয়। তারপরই সেখানে ভিড় জমা হয়। খোদ ব্রিটেনের বুকে এহেন ঘটনায় রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে প্রবাসী ভারতীয়দের মনে।

জানা গিয়েছে, ইংল্যান্ডের (England) ওয়েস্ট মিডল্যান্ডের স্মেথউইক টাউনে এই ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার সেখানে অবস্থিত দুর্গা ভবানী হিন্দু সেন্টার মন্দিরের সামনে জড়ো হয় মুসলিম সম্প্রদায়ের অন্তত ২০০ জন মানুষ। আক্রামণাত্মক মেজাজে তারা  স্লোগান দিতে থাকে। মন্দিরের দেওয়াল বেয়ে উঠতে দেখা যায় কয়েকজন মৌলবাদীকে। দ্রুত এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বেশ কিছুক্ষণ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। তবে তাদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগও রয়েছে। অনেকেরই দাবি, বিক্ষোভকারীরা যখন দেওয়াল বেয়ে উঠছিল, তখন পুলিশ নাকি কোনও পদক্ষেপ করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − sixteen =