কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দোল মজুমদার। সোমবার তাঁর জামিন মঞ্জুর করল আদালত।
পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর সোমবার হিন্দোলকে ফের আলিপুর পুলিশ আদালতে হাজির করানো হয়। তাঁর আইনজীবী আদালতে জামিনের পক্ষে সওয়াল করে বলেন, মামলায় নতুন কোনও অগ্রগতি নেই। তাঁর মক্কেল স্পেনে থাকেন। কলকাতায় থাকেন না। বাবা-মায়ের সঙ্গে দেখা করতে দেশে ফেরার পরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, এদিন দু’পক্ষের সওয়াল জবাব শুনে ১ হাজার টাকার বন্ডে হিন্দোলের জামিন মঞ্জুর করেন বিচারক।
গত সপ্তাহে দিল্লি বিমানবন্দরে গ্রেফতার হন হিন্দোল মজুমদার। যাদবপুরের প্রাক্তনী হিন্দোল বর্তমানে স্পেনে গবেষণারত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে গন্ডগোলের ঘটনায় গ্রেফতার হন হিন্দোল। গত সপ্তাহে ট্রানজিট রিমান্ডে এনে আলিপুর আদালতে পেশ করে পুলিশ। হিন্দোলকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক।

