নির্বিঘ্নেই শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, প্রশ্ন ফাঁস এবং টোকাটুকি রুখতে এবার কড়া ব্যবস্থা

নির্বিঘ্নেই শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শুক্রবার সকাল ৯.৪৫ মিনিট থেকে শুরু হয়েছে পরীক্ষা, চলবে দুপুর একটা পর্যন্ত। প্রশ্ন ফাঁস এবং টোকাটুকি রুখতে এবার কড়া ব্যবস্থা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ১৭৬টি পরীক্ষাকেন্দ্রকে ‘সংবেদনশীল’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা সাত লক্ষ ৯০ হাজার। তার মধ্যে ৫৬.৬২ শতাংশ ছাত্রী। ৪৩.৪৮ শতাংশ ছাত্র। অর্থাৎ ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা এক লক্ষ ৩৫৩ বেশি।

প্রধান পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৮৩৭। তার অধীনে রয়েছে ২,৩৪১টি কেন্দ্র। ১৭৬টি পরীক্ষাকেন্দ্রকে ‘সংবেদনশীল’ হিসাবে ঘোষণা করা হয়েছে। তার মধ্যে রয়েছে মালদার ৫৭টি কেন্দ্র। ‘সংবেদনশীল’ কেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা করিয়ে পরীক্ষার্থীদের প্রবেশ করানো হবে। পরীক্ষাকেন্দ্রের প্রত্যেক ঘরে দু’জন করে পর্যবেক্ষক থাকবেন। প্রশ্নপত্রের ছবি তুলে চিহ্নিত হলেই সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + three =