নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: একদিকে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এলাকায় নিষেধাজ্ঞা রয়েছে মাইক বাজানো, প্রশাসনের নিষেধাজ্ঞাকে উড়িয়ে দিয়ে গতরাতে পাত্রসায়ের থানার কান্তর গ্রামে সরস্বতী পুজোর প্রতিমা নিরঞ্জনের জন্য উচ্চস্বরে মাইক বাজানোর অভিযোগ উদ্যোক্তাদের।
পাশেই এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ি হওয়ায় তার পরিবারের লোকজন মাইক বাজানো বন্ধ করতে বলায়, স্থানীয় দুই ব্যক্তি পরীক্ষার্থীর পরিবারের লোকজনের ওপর চড়াও হন বলে অভিযোগ। ব্যাপক মারধর করা হয়েছে এমনকি কাটারির কোপ দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবারের তিন জনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের রেফার করা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।
পরিবারের অভিযোগ, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকেও চর-ঘুষি মারা হয়েছে। সে গুরুতর আহত না হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি। ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে পাত্রসায়ের থানায়। তদন্তে নেমে পাত্রসায়ের থানা পুলিশ অভিযুক্ত কৃষ্ণপদ ঘোষ, ধিরু ঘোষ নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতদের তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে।