২৪ মে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ

আগামী ২৪ মে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, সোমবার টুইট করে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পাশাপাশি তিনি এও জানান, ২৪ মে দুপুর বারোটার সময়ে সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে। বেলা সাড়ে বারোটা থেকে অনলাইনে ফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। ৩১ মে রেজাল্ট হাতে দেওয়া হবে।
ফল প্রকাশের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা wbchse.nic.in, wbresults.nic.in, www.exametc.com, www.indiaresults.com এই ওয়েবসাইটগুলোতে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। চলতি বছরে ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত চলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সাড়ে ৮ লক্ষ। এবারও ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ছিল অনেকটাই বেশি।
প্রাথমিকভাবে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছিল, জুন মাসের প্রথম সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে। পরে অবশ্য সংসদ স্পষ্ট করে দেয়, সময় খানিকটা এগিয়ে আসতে পারে। মে মাসের চতুর্থ সপ্তাহের মধ্যেই ফলপ্রকাশের সম্ভাবনা ছিল। তবে মাধ্যমিকের ফলপ্রকাশের সপ্তাহ খানেকের মধ্যেই ফলপ্রকাশ হতে চলেছে উচ্চ মাধ্যমিকের।
এর আগে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ নিয়ে সামাজিক মাধ্যমে ভুয়ো বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। সেই ভুয়ো বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মে সকাল ১১ টায় উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হবে। সেই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই তৎপর হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি যে ভুয়ো, তা সংসদের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়ে দেন, ওই বিজ্ঞপ্তি ভুয়ো। বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। সংসদের তরফ থেকেই দিন ঘোষণা করে দেওয়া হবে। এরপর সোমবার শিক্ষামন্ত্রী টুইট করে উচ্চ মাধ্যমিকের ফলঘোষণার দিন জানিয়ে দিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 7 =