কলকাতা : জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর মামলাতেও ধাক্কা খেল রাজ্য। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আর জি কর মেডিক্যাল হাসপাতালেই তাঁকে পোস্টিং দিতে হবে। বুধবার এই মামলার শুনানিতে এই রায় দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। রাজ্য সরকারের তরফে তাঁকে রায়গঞ্জে বদলি করা হয়েছিল।
এই সিদ্ধান্তের পরই রাজ্যের নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অনিকেত। তাতেই বড় জয় পেলেন তিনি। রাজ্যের সিদ্ধান্ত খারিজ করে জুনিয়র ডাক্তারকে আর জি করেই পোস্টিং দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

