যাদবপুরে কর্মসূচি করা যাবে, নিষেধাজ্ঞা তুলে নিল হাই কোর্ট

কলকাতা : রাজনৈতিক সংগঠনগুলির ১৩ মার্চ পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচিতে নিষেধাজ্ঞার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বুধবার সেই নির্দেশ প্রত্যাহার করে নিল হাই কোর্ট।

আদালতের পর্যবেক্ষণ: নির্দেশের ওই অংশ কার্যকর হয়েছে। এখন আর কোর্ট ওই দায়িত্ব নিজে নিতে চায় না।

অন্যদিকে আদালতের নির্দেশ:

■ এখন থেকে ক্যাম্পাসে কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেবে প্রশাসন।
■ প্রশাসন আবেদন জেনে বিবেচনা করবে অনুমতির ব্যাপারে।

প্রসঙ্গত, গত রবিবার যাদবপুর এইট–বি-র সামনে বিজেপির সভা নিয়ে অনুমতি মামলার শুনানিতে, রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করতে এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । আজ আদালত সেই নির্দেশ প্রত্যাহার করে জানিয়ে দিল, এখন থেকে মিটিং মিছিলের মতো কর্মসূচির অনুমতি সংক্রান্ত আবেদন প্রশাসন আগের মতো গ্রহণ করে সে বিষয়ে পদক্ষেপ করবে ।

প্রসঙ্গত, প্রশাসনের এক আধিকারিক বলেন, আগের মতো আবেদন গ্রহণ করে পদক্ষেপ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =