হাই কোর্টে ধাক্কা রাজ্যের, ‘দুয়ারে রেশন প্রকল্প’ জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী, বলল ডিভিশন বেঞ্চ

কলকাতা: হাই কোর্টে ধাক্কা খেল মুখ্যমন্ত্রীর দুয়ারে রেশন প্রকল্প। ডিলারদের করা মামলার পরিপ্রেক্ষিতে হাই কোর্ট জানাল, দুয়ারে রেশন প্রকল্প জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী। দুয়ারে রেশন প্রকল্পের কোনও গ্রহণ যোগ্যতা নেই। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ‘দুয়ারে রেশন প্রকল্প’ চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসার পর ডিলারদের একাংশে বেশ কিছু বিষয়ে আপত্তি সত্ত্বেও চালু হয়েছে সেই প্রকল্প। এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে রেশন। তবে এই প্রকল্প নিয়ে আপত্তি জানিয়ে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন শেখ আবদুল মজিদ-সহ বেশ কিছু ডিলার৷ যদিও সেই আবেদন খারিজ হয়ে যায়। জানানো হয়েছিল, দুয়ারে রেশন বেআইনি বা অসাংবিধানিক নয়। এরপরই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন ডিলাররা। বিচারপতি চিত্তরঞ্জন দাশ এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে নতুন করে মামলা করেন রেশন ডিলারদের একটি অংশ। সেই মামলাতেই বুধবার মমতা সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্পের আইনি বৈধতা নেই জানিয়ে দিলেন বিচারপতিরা। আদালতের তরফে জানানো হয়েছে, এই প্রকল্প জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী। নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে এই ধরনের প্রকল্প চালু করেছে রাজ্য।

সূত্রের খবর, হাই কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার। যদিও এ বিষয়ে সরকারের তরফে কোনও তথ্য পাওয়া যায়নি।প্রসঙ্গত, ২০২১ সালের ১৬ নভেম্বর থেকে চালু হয়েছিল দুয়ারে রেশন। প্রসঙ্গত বাংলার দেখানো পথে হেঁটেই দিল্লির কেজরিওয়াল সরকারও রাজধানীতে দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার প্রকল্প তৈরি করেছিল। কিন্তু আদালতের আপত্তিতে তা মাঝপথেই থামিয়ে দিতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =