নয়াদিল্লি : ওবিসি মামলার জট কিছুতেই কাটছে না। মঙ্গলবারও এনিয়ে দ্রুত শুনানির আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। রাজ্যের আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতি সাফ জানালেন, যে সময় মামলাটি তালিকায় রয়েছে, সেই সময়ই শুনানি হবে।
অন্যান্য অনগ্রসর শ্রেণির শংসাপত্র মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চে আবেদন জানিয়েছিলেন আইনজীবী কুণাল মিমানি। তাতে প্রধান বিচারপতি জানান, ”মামলা শুনানির জন্য তালিকা তো করাই আছে।” তাতে আইনজীবী জানান, এনিয়ে কলকাতা হাই কোর্ট একের পর এক নির্দেশ দিয়েই যাচ্ছে।
শুনে বিরক্ত প্রধান বিচারপতি জানতে চান, ”আমরা তো হাই কোর্টকে কোনও নির্দেশ দেওয়া থেকে বিরত থাকতে বলেছি। এক কাজ করুন, আপনি আদালত অবমাননার একটা নতুন করে আবেদন জমা দিন।” এরপরই আইনজীবী অনুরোধ করেছিলেন মামলার দ্রুত শুনানি হোক। তাতে প্রধান বিচারপতি জানিয়ে দেন, দ্রুত শুনানি নয়।
আসলে ওবিসি মামলার জেরে আটকে রয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স, নার্সিং-সহ একাধিক পরীক্ষার ফলপ্রকাশ, যাতে সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের। তার জেরে মামলাটির দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল। কিন্তু মামলার শুনানি ৯ সেপ্টেম্বর।

