শর্তসাপেক্ষে রাজভবনের বাইরে শুভেন্দুর ধরনার অনুমতি দিল আদালত

বিস্তর টানাোপড়েনের পর রাজভবনের বাইরে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ধরনার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, আগামী ১৪ জুলাই রাজভবনের নর্থ গেট থেকে দশ মিটার দূরে শান্তিপূর্ণ অবস্থান করতে হবে শুভেন্দু অধিকারী। তবে সেখান থেকে করা যাবে না কোনও উস্কানিমূলক মন্তব্য। সকাল দশটা থেকে চার ঘণ্টা ধরনায় বসতে পারবেন শুভেন্দু। ৩০০ লোক নিয়ে ধরনায় বসতে পারবেন শুভেন্দু। বুধবার বিচারপতি অমৃতা সিনহা জানান, রাজভবনের সামনে শুভেন্দু শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারবেন। সঙ্গে এও নির্দেশ দেন, বিজেপির কোনও নেতা বা কর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে যেতে পারবেন না।
প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসার অভিযোগে রাজভবনের সামনে ধরনায় বসতে চায় বিজেপি। ওই চত্বরে ১৪৪ ধারা জারি থাকায় কলকাতা পুলিশ সেই অনুমতি দেয়নি। এরপরই পুলিশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা। বিজেপির যুক্তি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গত বছর অক্টোবর রাজভবনের সামনে পাঁচ দিন ধরনায় বসেছিলেন। সেই সময় পুলিশের তরফে তাঁকে বাধা দেওয়া হয়নি। শুধুমাত্র বিজেপি নেতা বলেই শুভেন্দুকে অনুমতি দেওয়া হচ্ছে না দাবি। কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হয়। রাজভবন চত্বরে অবস্থানের অনুমতি দেয় রাজ্য সরকার। জানানো হয়, আগামী রবিবার অর্থাৎ ৩০ জুন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে অবস্থানে বসতে পারেন। কিন্তু দিন নিয়ে আপত্তি ছিল বিজেপি বিধায়কের। শেষপর্যন্ত ১৪ জুলাই ধরনার দিন চূড়ান্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − five =