হাই সুগার, জেল থেকে এসএসকেএমে নিয়ে যাওয়া হল মন্ত্রী জ্যোতিপ্রিয়কে

শন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ডায়াবেটিস রয়েছে তাঁর। ইডি হেপাজত থেকে জেল হেপাজতে রয়েছেন তিনি। মন্ত্রী অসুস্থ হয়ে পড়ায় প্রেসিডেন্সি জেল থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হল তাঁকে।
হাসপাতাল সূত্রে খবর, রক্তে শর্করার মাত্রা আচমকা বেড়ে যায় মন্ত্রীর। চিকিৎসকের পরামর্শ মতো তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চলছে নানা পরীক্ষা নিরীক্ষা। গত ২৭ অক্টোবর মাঝরাতে রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয় মল্লিক। প্রথমবার আদালতে পেশ করার সময়েও অসুস্থ হয়ে পড়েন। সেই সময় তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর ইডি হেফাজতে ছিলেন মন্ত্রী। আদালতে পেশের সময় একাধিকবার নিজেকে অসুস্থ বলে দাবি করেন। এমনকী মৃত্যুর আশঙ্কাও করেছিলেন মন্ত্রী।
গত ১৬ নভেম্বর, আদালতে সশরীরে হাজিরাও দিতে পারেননি জ্যোতিপ্রিয়। শারীরিক অসুস্থতায় ভারচুয়ালি শুনানিতে অংশ নেন। জেলবন্দি মন্ত্রীর রক্তে শর্করার মাত্রা অত্যন্ত বেশি বলেই দাবি করেন তাঁর আইনজীবীরা। হাসপাতালে ভর্তির আর্জি জানিয়েছিলেন মন্ত্রী। যদিও তাঁর আর্জি খারিজ হয়ে যায়। তার ঠিক পরদিনই জেলে হঠাৎ শ্বাসকষ্ট হয় জ্যোতিপ্রিয়র। জেলেই তাঁকে অক্সিজেনও দেওয়া হয়। মঙ্গলবার ফের জেলে অসুস্থ মন্ত্রী। এবার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 10 =