ইজরায়েলের উত্তর ও দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকায় রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ কিরিয়াত শমোনাসহ আশপাশের এলাকাগুলোয় এ হামলা করা হয়। বৃহস্পতিবার ভোরে ইজরায়েল পালটা লেবাননে দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
এক বিবৃতিতে আইডিএফ বলেছে, উত্তর ইজরায়েলের তেল তুমরুস এলাকায় লেবানন থেকে ড্রোন হামলা চালানো হয়েছে। এরপর আমাদের সৈন্যরা লেবাননের ভূখণ্ডে হিজবুল্লাহর অবস্থানে পাল্টা গোলাবর্ষণ করে। উত্তরাঞ্চলীয় সীমান্তের কিরিয়াত শমোনা এলাকায় টানা রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। অন্তত ৯টি রকেট নিক্ষেপ করা হয়েছিল। এ সময় এলাকাগুলোয় সাইরেন বাজছিল।
বিবৃতিতে আরও বলা হয়, লেবানন থেকে ছোড়া রকেটগুলোর চারটিকে বাধা দিতে সক্ষম হয়েছে ইজরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বাকিগুলোর মধ্যে একটি কিরিয়াত শমোনা এলাকা পড়েছে, সেখানে কেউ হতাহত হননি।
উত্তরাঞ্চলীয় শহর মেটুলা, মালকিয়া ও মানারা শহরে কয়েকটি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে লেবাননের হিজবুল্লাহ। এ হামলায় ইজরায়েলিদের মধ্যে হতাহত হয়েছে কিনা তথ্য দেয়নি আইডিএফ।