কলকাতা : ঝাঁসির মহান যোদ্ধা রানি লক্ষ্মীবাইকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি মঙ্গলবার এক্সবার্তায় লিখেছেন, “সাহস ও দেশপ্রেমের সত্যিকারের মূর্ত প্রতীক, ঝাঁসির নির্ভীক রানি লক্ষ্মীবাইকে তাঁর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাই। স্বাধীনতার লড়াইয়ে তাঁর সাহসিকতা এবং প্রচেষ্টা একটার পর একটা প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। প্রতিকূল সময়ে তাঁর নেতৃত্ব দেখিয়েছিল সত্যিকারের সংকল্প কী?”
লক্ষ্মীবাই (১৯ নভেম্বর, ১৮২৮ – ১৮ জুন ১৮৫৮) ভারতবর্ষের ইতিহাসে বিপ্লবী নেত্রী হিসেবে চিরস্মরণীয় ব্যক্তিত্ব হয়ে রয়েছেন। এছাড়াও তিনি ঝাঁসির রানি বা ঝাঁসি কি রানি হিসেবেও সর্বসাধারণের কাছে ব্যাপকভাবে পরিচিত।