গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন হেমন্তের

বুধবার রাতে জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন ঝাড়খণ্ডের পদত্যাগী মুখ্যমন্ত্রী তথা জেএমএম নেতা হেমন্ত সোরেন। বৃহস্পতিবার তাঁর আইনজীবীদের মাধ্যমে সুপ্রিম কোর্টে সেই গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়েছেন।

হেমন্তের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন, শীর্ষ আদালত আবেদন গ্রহণ করেছে। শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে আবেদনের শুনানি হবে।

প্রায় ৩০ ঘণ্টা ‘নিখোঁজ’ থাকার পর বুধবার সকালে রাঁচিতে নিজের বাড়ির সামনে দেখা গিয়েছিল হেমন্তকে। এর পরেই তাঁর বাড়িতে ঢোকেন তদন্তকারীরা। প্রায় ৮ ঘণ্টা ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে রাতে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন হেমন্ত। তার পরেই তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার পরই এদিন সকালে গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন হেমন্ত।

অন্যদিকে, কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রশ্ন তুলেছেন, কেন রাঁচি হাইকোর্টকে এড়িয়ে সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন জানালেন হেমন্ত। তিনি বলেন, ‘হাজার হাজার মানুষ গ্রেপ্তার হচ্ছেন। সকলে কি সুপ্রিম কোর্টে আসছেন?’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − eight =