আসানসোল স্টেশনে আগ্নেয়াস্ত্র সহ ধৃত

নিজস্বপ্রতিবেদন, আসানসোল: ষষ্ঠ দফা ভোটের আগে আসানসোল স্টেশন থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্রসহ এক দুÜৃñতী। স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে এক যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে জিআরপি তল্লাশি চালায়। তল্লাশি করাকালীন যুবকের ব্যাগ থেকে একটি নাইন এমএম পিস্তল ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। রেল পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যুবকের নাম করণ সাহা। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, ওই আগ্নেয়াস্ত্রটি আসানসোলে কাউকে দিতে এসেছিল। ধানবাদ থেকে ওই যুবক এসেছিল।
উল্লেখ্য ২৫ শে জুন আসানসোল সংলগ্ন পুরুলিয়া এবং বাঁকুড়ায় লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই আসানসোল শহরের অদূরে পুরুলিয়া, বাঁকুড়া ছাড়াও ঝাড়খণ্ডের বর্ডার এলাকায় নাকা চেকিং শুরু করেছে রাজ্য এবং কেন্দ্রীয় বাহিনী। তারই মধ্যে আসানসোল স্টেশনে এই অস্ত্র উদ্ধারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + twelve =