কলকাতা : সপ্তাহের শুরুতেই দুর্ভোগ। তারাতলা উড়ালপুলের হাইট বার ভেঙে বিপত্তি। পণ্যবাহী গাড়ির ধাক্কায় গোড়া থেকে উপড়ে গেছে হাইট বার। খিদিরপুরগামী উড়ালপুলের লেনে বন্ধ রাখা হয় গাড়ির যাতায়াত। তারাতলার কাছে ডায়মন্ড হারবার রোডে তুমুল যানজট সৃষ্টি হয়, পুরো রাস্তা জুড়ে গাড়ির গতি অত্যন্ত শ্লথ হয়ে পড়ে।
সোমবার ভোর ৫টা নাগাদ একটি পণ্যবাহী গাড়ি ওই হাইট বারটিকে ধাক্কা মারে। সদ্য ওই হাইট বারটি বানানো হয়েছিল। কোনও আলো লাগানো না থাকায়, নতুন হাইট বার তৈরি হয়েছে তা বুঝতে পারেনি পণ্যবাহী গাড়িটি।
গাড়িটি ধাক্কা মারলে হাইট বার উপড়ে যায়। সমস্ত গাড়িকে তারাতলা মোড়ের দিকে পাস করানো হচ্ছে। তারাতলা উড়ালপুলে ওঠার মুখে, ডায়মন্ড হারবারের দিক থেকে খিদিরপুরের দিকে যাওয়ার গাড়িগুলি উঠতে পারেনি। কারণ, তারাতলা উড়ালপুলের একাংশ বন্ধ রাখা হয়।

