কলকাতা : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানালো আবহাওয়া দফতর। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জন্য আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপ অঞ্চল। যার ফলে উত্তাল হতে পারে সমুদ্র। মৎস্যজীবীদের জন্যও সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। একই পূর্বাভাস রয়েছে হাওড়া এবং পূর্ব মেদিনীপুরেও। এ ছাড়া হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
বৃষ্টির পরিমাণ হতে পারে ৭ থেকে ২০ সেন্টিমিটার। দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় এই বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। পশ্চিমের জেলাগুলিতে মঙ্গলবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।