দুপুরেই নামল সন্ধে, দফায় দফায় ভিজল মহানগর

কলকাতা: কালো করে আসা আকাশ, মেঘের গর্জন আর ঝমঝমিয়ে বৃষ্টি। কলকাতায় পুরোদস্তুর বর্ষার দেখা মিলল রবিবার।এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। কালো মেঘে ছেয়ে গিয়েছিল গোটা আকাশ। সকালের দিকে এক পশলা বৃষ্টিও হয়ে যায়। তারপর ফের রোদ উঠেছিল। কিন্তু দুপুর গড়াতেই দেখা গেল ফের চারদিক অন্ধকার করে এসেছে। দুপুরেই যেন ঘনিয়েছে সন্ধ্যা।তারপর ফের বৃষ্টি। ছুটির দিনে দফায় দফায় বৃষ্টিতে ভিজল মহানগর।

কলকাতা ও উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় রবিবার দুপুরে মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুরের হাওয়া অফিস। সেই পূর্বাভাস মতোই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরুও হয়ে গেছে শহরের একাধিক এলাকায়। আগামী কয়েকঘণ্টা আবহাওয়া এমনই থাকবে বলে খবর। বাজ পড়তে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েক দিনও বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে এই বৃষ্টিপাত বলে মনে করা হচ্ছে।

বৃষ্টির জেরে তাপমাত্রা একটু কমায় মিলেছে ভ্যাপসা গরম থেকে স্বস্তি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =