মান্ডি : সাম্প্রতিক মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হিমাচল প্রদেশের মান্ডি জেলার থুনাগে। গৃহহীন বহু পরিবার। দুর্গত মানুষজনের জন্য মান্ডির থুনাগে কমিউনিটি রান্নাঘরের ব্যবস্থা করা হয়েছে। সেখানে রান্না করা খাবার দুর্গতদের পরিবেশন করা হচ্ছে।
মেঘভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত থুনাগের একজন স্থানীয় দোকানদার বলেন, “গত ২৫ বছর ধরে আমি থুনাগে একটি দোকান চালাচ্ছি। এখন গত ২৫ বছরে আমার সমস্ত উপার্জন হারিয়ে গেছে। ৫০-৬০ লক্ষ টাকার জিনিসপত্র সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছুই অবশিষ্ট নেই। আমার বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কেউ ক্ষতির হিসাব করতে আসেনি।”
স্থানীয় এক বাসিন্দা বলেন, “সেদিন এত ঝড় হয়েছিল, যে কিছুই টিকে নেই। গবাদি পশু সবকিছুই শেষ হয়ে গেছে। আমার ১০০টি ছাগল এবং ৪টি গরু ছিল এবং সবই শেষ হয়ে গেছে। সেখানে কিছুই নেই। সেখানে তিনটি বাড়িও শেষ হয়ে গেছে। আমরা এখন উপরের প্রান্তে বাস করছি এবং সবাই আমাদের সাহায্য করছে কিন্তু নীচের প্রান্তে কিছুই অবশিষ্ট নেই। আমরা কখনও এমন বন্যা দেখিনি।”
উল্লেখ্য, হিমাচল প্রদেশে এই বছরের প্রাকৃতিক দুর্যোগে ৮৫ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন, যার মধ্যে মান্ডিতেই ১৭; এখনও নিখোঁজ ৩৫ জনেরও বেশি। অনেক মানুষ গৃহহীন হয়েছেন। শত শত মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।

