দাবদাহে পুড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কলকাতা সহ দক্ষিণের প্রায় বেশিরভাগ জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে অনেক আগেই। কলকাতার তাপমাত্রা বেশ কয়েকদিন আগেই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছিল। সোমবারও শহরে ছবিটা বিশেষ বদলায়নি। গরমে হাঁসফাঁস অবস্থা আমজনতার। কলকাতার তাপমাত্রা সোমবারও ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। তীব্র এই গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। জলীয় বাষ্প কিছুটা ঢুকেছে বটে রাজ্যে তবে বৃষ্টির দেখা এখনও মিলছে না। যেটুকু জলীয় বাষ্প ঢুকেছে বাংলায়, তা বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরির জন্য যথেষ্ট নয়। সেই কারণেই জলীয় বাষ্প ঢুকলেও এখনই বৃষ্টি হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উল্লেখ্য, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এদিকে সোমবার আবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গিয়েছে। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। এই নিয়ে কলকাতার তাপমাত্রা চলতি মরশুমে তিনবার চল্লিশ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করল। প্রথম ছিল ১৩ এপ্রিল, তারপর ১৪ এপ্রিল এবং তারপর ১৭ এপ্রিল। উল্লেখ্য, উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। মঙ্গলবার ১৮ এপ্রিল উত্তরের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এদিকে বৈশাখের দাবদাহে পুড়ছে আসানসোল শিল্পাঞ্চলও। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী তিন দিন শিল্পাঞ্চলের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়তে পারে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
এরই পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, রবিবারে দমদমের তাপামাত্রা ছিল ৪১.২ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাটে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস, হলদিয়ায় ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস, মগরায় ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 1 =