আগামী সপ্তাহেও তাপপ্রবাহ! ব্যারাকপুরে পারদ পৌঁছল ৪৩.৭ ডিগ্রিতে

তাপপ্রবাহ কমার কোনও আশা নেই। বরং আগামী সপ্তাহে তা বাড়ার দিকেই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরে বৃষ্টি হলেও দক্ষিণে স্বস্তির কোনও কথা শোনাতে পারেনি হাওয়া অফিস।
হাওয়া অফিসের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২৫ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ চলবে। তাপপ্রবাহের তীব্রতা কোন জেলায় কত থাকবে তার নিরিখে লাল হলুদ ও কমলা, সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাই নয় এতদিন জানা ছিল, পানাগড়, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া তাপমাত্রা নিরিখে উঁচুতে থাকে। হাওয়া অফিসের দেওয়া পরিসংখ্যান দেখাচ্ছে সেই তালিকায় এবার উঠে এসেছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরও। রবিবার ব্যাপাকপুরে তাপমাত্রার পারদ চড়েছে ৪৩.৭ ডিগ্রিতে। তীব্র তাপপ্রবাহ সেখানে হয়েছে বলেই নথিবদ্ধ করা হয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস।
সোম ও মঙ্গল কমলা সতর্কতা জারি
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমানে
হলুদ সতর্কতা জারি
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও হুগলির কিছু জায়গায়
রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 
বাঁকুড়া : ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস
পানাগড় : ৪৪ ডিগ্রি সেলসিয়াস
ব্যারাকপুর : ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস
পুরুলিয়া: ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস
আসানসোল:৪২.৮ ডিগ্রি সেলসিয়াস
তথ্যসূত্র: আলিপুর আবহাওয়া দপ্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 10 =