কলকাতা: বুধ ও বৃহস্পতিবার তাপপ্রবাহ নিয়ে সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস। বেলা বাড়তেই কেন সতর্কতা টের পেলেন বঙ্গবাসী। দক্ষিণবঙ্গ তো বটেই রোদের তেজ টের পেল উত্তর বঙ্গের মালদাও। বুধে তাপমাত্রার পারদ চড়ল ৪২.৩ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণ দিনাজপুরে এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা আলিপুরের তাপমাত্রা এদিন ছিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস, সল্টলেকে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতা আবহাওয়া দপ্তরের দেওয়া পরিসংখ্যাণ অনুযায়ী বুধবার সবচেয়ে বেশি তাপমাত্রা নথিভুক্ত হয়েছে পূর্ব বর্ধমানের পানাগড়ে ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র দাবদাহ চলবে আজ, বৃহস্পতিবারও। এই গরমে জল বেশি খাওয়ার পাশাপাশি খুব প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার তাপপ্রবাহে লাল সতর্কতা জারি হয়েছে
পুরুলিয়া
পশ্চিম বর্ধমান
বীরভূম
ঝাড়গ্রাম
মালদা
উত্তর দিনাজপুর
দক্ষিণ দিনাজপুর
এই জেলাগুলির বেশ কিছু অংশে লাল সতর্কতা জারি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।