তীব্র গরমের জেরে পিছাল পার্থ মামলার শুনানি

গরমের জেরে পিছালো পার্থর মামলার শুনানি। কার্যত দাবদাহ চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার মাঝ দুপুরে কলকাতার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর এই মাত্রাতিরিক্ত গরমে নাজেহাল অবস্থার ছবি ধরা পড়ে আদালতেও। অতিরিক্ত গরমের কারণে আলিপুর সিবিআই আদালতে এদিন হলই না গ্রুপ সি মামলার শুনানি।
পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী সেলিম রহমান জানান, এই প্রচণ্ড গরমের মধ্যে অসুস্থ বোধ করছেন পার্থও। আর সেই কারণে মামলার পরবর্তী শুনানির দিন ২৪ এপ্রিল ধার্য করা হয়। একইসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী এও জানান, ‘দুপুর ১২টা থেকে বিকেল ৪টে-৫টা পর্যন্ত এইভাবে গরমের মধ্যে একটি ছোট্ট ঘরে এতগুলি মামলা, এতজন আইনজীবী, এতজন অভিযুক্ত নিয়ে সামাল দেওয়া খুবই কঠিন কাজ। এদিন আদালতে একই সংক্রান্ত ঘটনায় প্রচুর মামলাও ছিল। এই গরমের মধ্যে ওই সব মামলার শুনানি চলতে থাকায় নাজেহাল অবস্থা। সেই কারণে এই মামলাটি অন্যদিন শোনার জন্য আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে বিচারক ২৪ এপ্রিল পরবর্তী শুনানির দিন স্থির করেছেন।‘
এরই রেশ ধরে পার্থর আইনজীবী এও জানান, ‘ এই আবহাওয়ায় সকলেই অসুস্থ বোধ করছেন। ওঁনারও বয়স হয়েছে। একটু অসুস্থবোধ তো ওনারও লাগছে।’
প্রসঙ্গত এদিন দাবদাহের মধ্য়েই বৃহস্পতিবার আলিপুরে বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়েছিল নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্য়ায় সহ অন্যান্য অভিযুক্তদের। কিন্তু তীব্র গরমের কারণে গ্রুপ সি সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়। সেই আবেদনের ভিত্তিতে ওই মামলাটি আজকের পরিবর্তে ২৪ এপ্রিল শুনানির দিন স্থির করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − four =