আগুনের কথা শুনেই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, ট্রেনে কাটা পড়ে মৃত ৩

কানে এসেছিল, পিছনের কামরায় আগুন লেগেছে। আগুনের গ্রাস থেকে বাঁচতে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দিয়ে দেন বেশ কয়েকজন যাত্রী। তাঁরা বুঝতেই পারেননি, পাশের ট্র্যাকেও আসছে ট্রেন। এক ট্রেন থেকে লাফিয়ে নামতেই উল্টোদিক থেকে আসা ট্রেনে কাটা পড়লেন এমনই ৩ জন। রেল সূত্রে খবর, ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের কুমান্দি স্টেশনে। এই ঘটনায় আহত আরও ৪।

সূত্রে খবর, শুক্রবার রাঁচি-সাসারাম ইন্টারসিটি এক্সপ্রেসের যাত্রীদের সঙ্গে এই মর্মান্তিক ঘটনা ঘটে। রাত ৮টা নাগাদ হেহেগাদা ও কুমান্দি স্টেশনের মাঝে পৌঁছতেই হঠাৎ ট্রেনে হইচই পড়ে যায়। যাত্রীরা জিজ্ঞাসা করতেই কেউ বলেন যে ট্রেনের একটি কামরায় আগুন লেগেছে। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। প্রাণ বাঁচাতেই কয়েকজন যাত্রী রাঁচি-সাসারাম ইন্টারসিটি এক্সপ্রেস থেকে ঝাঁপ দেন। তবে তাঁরা বুঝতেই পারেননি পাশের ট্র্যাকে, যেখানে তারা লাফ দিয়ে নেমেছেন সেই ট্রাকেও আসছে ট্রেন। চোখের নিমেষে মালগাড়ি এসে ধাক্কা মারে ওই যাত্রীদের। ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তি ও এক মহিলার মৃত্যু হয়। আহত আরও ৪। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই জানা যাচ্ছে। এদিকে পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।

এই ঘটনায় ধানবাদ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেতেই সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করা হয়। কীভাবে এবং কোথা থেকে ট্রেনে আগুন লাগার গুজব রটল, তার তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − eight =