কলকাতা: আগামী শনি ও রবিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকবে কথা ছিল। তবে, আপাতত স্থগিত দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুর স্বাস্থ্য পরীক্ষা। বন্ধ থাকছে না দ্বিতীয় হুগলি সেতু।
জানানো হয়েছে, বিদেশ যে সংস্থার মেশিনের মাধ্যমে সেতুর স্বাস্থ্যপরীক্ষা করার কথা হচ্ছিল, সেই সংস্থার কিছু সমস্যা রয়েছে। কবে সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে। লালবাজারের তরফে জানানো হয়েছিল, ২৯ এপ্রিল, শনিবার এবং ৩০ এপ্রিল, রবিবার রাতে কেবল পরীক্ষা, রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। শনিবার রাত ১২টা থেকে রবিবার সকাল ৬টা এবং রবিবার রাত ১১টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত এই সেতুতে কোনও গাড়ি চলবে না। রাতে বহু পণ্যবাহী গাড়ি এই দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়ে পারাপার করে। ফলে সমস্যায় পড়তেন চালকরা। আপাতত সেই নির্দেশিকা বাতিল করা হয়েছে।
ফলে শনি ও রবিবার স্বাভাবিকভাবেই গাড়ি চলাচল করবে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে।