ব্যারাকপুর :ব্যারাকপুর আনন্দপুরিতে ডাকাতদের হাতে গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যুর পরই, পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। পুলিশের ভূমিকা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করতেই বেজায় চটেছেন দমদম কেন্দ্রের তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর বক্তব্য, আইনশৃঙ্খলা নিয়ে কিছু বলার থাকলে উনি পার্টির কাছে বলতেন। তা নিয়ে মাথা না ঘামিয়ে উনি একটু জুটমিল নিয়ে ভাবুন। সৌগত রায়ের এহেন মন্তব্যকে তীব্র কটাক্ষ করে শনিবার শ্রমিক নেতা তথা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, ‘উনি তো জুটমিল নিয়ে কোনও খোঁজই রাখেন না। উনি রাষ্ট্রীয় চটকল মজদুর ইউনিয়নের সভাপতি। কিন্তু ইদানিং জুটমিলের বিষয় নিয়ে ওনাকে একটাও আন্দোলন করতে দেখা গিয়েছে?’ শ্রমিক নেতা অর্জুন সিংয়ের দাবি, ওনার লোকসভা কেন্দ্রের অধীনস্থ বরানগর জুটমিলে উৎপাদন ১৫০ টন কমে দাঁড়িয়েছে মাত্র ২৫ টনে। সাংসদের কথায়, জুট ব্যাগের অর্ডার কমেনি। কিন্তু শ্রমিকের অভাবে বাজারের চাহিদা পূরণ করতে ব্যর্থ জুটমিলগুলো।
প্রসঙ্গত, বাংলার পাটশিল্প বাঁচাতে কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে সামিল হয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। যদিও তিনি তখন বিজেপির সাংসদ। তাঁর লড়াইয়ের ফল হিসেবে পাটের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিল কেন্দ্রীয় সরকার। আর এই পাটের সর্বোচ্চ দাম প্রত্যাহার করে নেওয়ায় উপকৃত হয়েছেন পাটচাষি, জুটমিক শ্রমিক এবং জুটশিল্প।