ডিএ-র দাবিতে হরিশ মুখার্জি রোডে মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের

ডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মীদের হরিশ মুখার্জি রোডে এবার মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সন্দেহ নেই শহরের অন্যতম স্পর্শকাতর এলাকা হরিশ মুখার্জি রোড। কারণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন এখানে। অদূরেই থাকেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এই মিছিলের জন্য আদালতের তরফ থেকে তিনটি বিকল্প রুটে মিছিলের জন্য সায় দিয়েছিল রাজ্য। আদালতের তরফ থেকে যে তিনটি বিকল্প রুটের কথা বলা হয় তাতে রাজি ছিলেন না আন্দোলনকারীরা।
এদিকে হরিশ মুখার্জি রোডে এই মিছিল করা নিয়ে আপত্তি কেন বৃহস্পতিবার শুনানিতে তাও জানতে চান বিচারপতি রাজাশেখর মান্থা। তবে আন্দোলনকারীদের এই মিছিল শান্তিপূর্ণ করার নির্দেশও দেন তিনি। পাশাপাশি তাঁর নির্দেশ, মিছিল থেকে কোনও কুমন্তব্য করা চলবে না। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ অনুযায়ী, আগামী ৬ মে হাজরা, দমকল কেন্দ্র থেকে হরিশ মুখার্জি রোড ও ডি এন রোড ধরে ডান দিক দিয়ে আশুতোষ মুখার্জি রোড হয়ে এসপি মুখার্জি রোড পেরিয়ে হাজরা মোড়ে এসে মিছিল শেষ করবেন আন্দোলনকারী সরকারি কর্মীরা।
অন্যদিকে, আন্দোলনকারী চাকরি প্রার্থীদের একটি মিছিলেও অনুমতি দেওয়া হয়েছে। আগামী ৯ মে ফুরফুরা শরিফ থেকে শহিদ মিনার পর্যন্তও মিছিলের অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। ২০১৪ টেট প্রার্থীদের একটি মিছিল ডোমজুড়ে রাত্রিযাপনের পর ১০ মে মিছিল ঢুকবে শহরে। মিছিলের আবেদন জানিয়ে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। বৃহস্পতিবারের শুনানিতে মিলল অনুমতি। প্রসঙ্গত, বৃহস্পতিবারই ছিল ডিএ আন্দোলনকারীদের নবান্ন অভিযান। মিছিলের রুট পরিবর্তন করে নবান্ন অভিযানে অনুমতি দেন বিচারপতি রাজাশেখর মান্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =