ম্যাঞ্চেস্টার মেতে হ্যাজলউডের ডেলিভারিতে

বাজবল হিট! লিডসে জিতে সিরিজে প্রাণ ফিরিয়েছিল ইংল্যান্ড। ম্যাঞ্চেস্টারে প্রথম দিন ৮ উইকেটে ২৯৯ রান তুলেছিল অস্ট্রেলিয়া। সিরিজে তারা এগিয়ে ২-১ ব্যবধানে। ম্যাঞ্চেস্টারে জয় মানে অ্যাসেজ নিশ্চিত। অস্ট্রেলিায়র প্রথম ইনিংস ৩১৭ রানেই। বাকি দুটি উইকেট নেন জেমস অ্যান্ডারসন ও ক্রিস ওকস। ৩৬ রানে অপরাজিত থাকেন মিচেল স্টার্ক। তবে ম্যাঞ্চেস্টার টেস্টের দ্বিতীয় দিন আলোচনায় জশ হ্যাজলউডের ডেলিভারি। অস্ট্রেলিয়া ৩১৭ রানের জবাবে ইংল্যান্ডের বাজবল। দ্বিতীয় দিনের শেষে মাত্র ৪ উইকেট হারিয়ে ৩৮৪ রান তুলে নিয়েছে ইংল্যান্ড। মাত্র ৭২ ওভারেই এই রান তুলেছে ইংল্যান্ড। রান রেট ৫.৩৩। ওপেনার জ্যাক ক্রলি ১৮২ বলে ১৮৯ রানে ফেরেন। অল্পের জন্য দ্বিশতরান হাতছাড়া হল তাঁর। ইংল্যান্ড শিবিরে শুরুতেই বিরাট ধাক্কা মিচেল স্টার্কের। দ্বিতীয় ওভারে বেন ডাকেটকে ফেরান। মইন আলির সঙ্গে অনবদ্য জুটি গড়েন ক্রলি। অর্ধশতরান করা মইনকেও (৫৪) ফেরান স্টার্ক। জ্যাক ক্রলির সঙ্গে অনবদ্য জুটি গড়েন জো রুট। ক্রলিকে ফিরিয়ে স্বস্তি দেন পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তবে সেরা মুহূর্ত হয়ে রইল জো রুটের আউট। কেরিয়ারে আরও একটা শতরানের দিকে এগোচ্ছিলেন রুট। এমন সময় জশ হ্যাজলউডের ডেলিভারি। অফ স্টাম্পের সামান্য বাইরে পড়ে নিচু হয়ে ভেতরে। উইকেট ভাঙে রুটের। তাঁর ডিফেন্সও কোনও ভাবে আটকাতে পারেনি এই ডেলিভারি। ৯৫ বলে ৮৪ রানে শেষ রুটের অনবদ্য ইনিংস। দিনের শেষে ক্রিজে রয়েছেন হ্যারি ব্রুক ও অধিনায়ক বেন স্টোকস। ইংল্যান্ড এগিয়ে ৬৭ রানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =