কলকাতা : শনিবার কলকাতার ধর্মতলায় ব্যবসায়ীদের সঙ্গে হকাদের ঝামেলা ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। জানা যাচ্ছে, নিউ মার্কেট চত্বরে স্থায়ী ব্যবসায়ী ও হকারদের মধ্যে দ্বন্দ্ব ঘিরে হয় এই ধুন্ধুমার পরিস্থিতি।
অভিযোগ, স্থায়ী ব্যবসায়ীদের উপর হামলা চালিয়েছেন হকার পক্ষের কয়েকজন। সেই ঘটনার প্রতিবাদেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখান নিউ মার্কেটের স্থায়ী ব্যবসায়ীদের একাংশ। ঘটনার জেরে শনিবার বিকেলে নিউ মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা।
নিউ মার্কেটের ব্যবসায়ীদের অভিযোগ, অন্তত ৪০-৫০ জন আমাদের উপর হামলা চালিয়েছে। তাদের সবার হাতে রড ছিল। আচমকা এই হামলায় ব্যবসায়ী ইউনিয়নের একজন আহত হয়েছেন বলেও অভিযোগ।
এদিকে গোলমালের পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকেও। ডিসি ও অন্যান্য পদস্থ পুলিশ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছোন। তাঁরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার চেষ্টা চালান। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন পুলিশকর্তারা। নিউ মার্কেট চত্বরের স্থায়ী ব্যবসায়ীদের দাবি একটাই। হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করতে হবে, অন্যথায় নিউ মার্কেট খোলা হবে না।